দিনাজপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্রায় সোয়া লাখ হেক্টর ফসলি জমি এবং ১২ হাজার পুকুর তলিয়ে গেছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়ক পানির নিচে থাকায় রেল ও সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। তলিয়ে আছে দিনাজপুর শহরও। পূনর্ভবা নদীর ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কারে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি।
এদিকে, দিনাজপুর শিক্ষা বোর্ডের আসন্ন জেএসসি এবং ২০১৮ সালের এসএসসির উত্তরপত্রসহ প্রায় ১০ কোট টাকার কাগজ বানের পানিতে নষ্ট হয়ে গেছে। বড়বন্দর এলাকায় গণপূর্ত বিভাগের একটি গোডাউনে এসব কাগজ রাখা ছিল।