নিজস্ব প্রতিবেদক
এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর।
শনিবার ৮ মার্চ বীরগঞ্জ উপজেলার হাবলুহাট এতিম খানায় ইফতার করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার সাবইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি, হাবলুহাট এতিখানার সভাপতি মোকারম হোসেন চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক শফির উদ্দীন মাষ্টার এবং কোষাধ্যক্ষ রেজাইল করিম ।
কারো বাবা নেই, কারো নেই মা। আবার দুইজনের বাবা মা দুইজনই নেই। এদের অনেকেই এখনও জানে না মা-বাবার সংজ্ঞা। তাদের ঠাঁই হয়েছে এতিমখানায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের কাছেই তারা মা, বাবার মায়া, মমতা অনুভব করে। এই মা, বাবা হারানো এতিম শিশু, কিশোর শিক্ষার্থীদের নিয়ে একসাথে ইফতার করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর। তিনি শনিবার বীরগঞ্জ উপজেলার হাবলুহাট এতিম খানা মাদরাসার এতিমখানার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। ইফতারের আগে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে কথা বলে লেখাপড়া, পরিবার, খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় এতিম শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল মনে ওসির সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায়।