দিনাজপুরে বীরগঞ্জে যৌথ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও মমতাজ বেগম পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১০মার্চ ২০২৫) বীরগঞ্জ পৌরসভায় বাজার তদারকি প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে সংশ্লিষ্ট আইনে ৪৫ ও ৫১ ধারায় জননী ষ্টোরকে ৩০ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা বিক্রয় করার অপরাধে রাঈসা বেকারী কে ৪৩ ধারা মোতাবেক ১২ হাজার টাকা,খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রনের অপরাধ আইনের ৪২ ধারায় মকবুল হোটেল এন্ড রেষ্টুরেন্ট কে ১০ হাজার টাকা ও মামনি হোটেল এন্ড রেঁস্তোরা কে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৫৭,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেছেন এসআইটি সামিউল ইসলাম, এসআইটি এনামুল হক ও বীরগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *