নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ থানার আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার ফাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সোমবার বিকাল ৫টায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) আনোয়ার হোসেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান, বীরগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার, কাহারোল থানার আফিসার ইনচার্জ রুহুল আমিন, খানসামা থানার আফিসার ইনচার্জ নজমূল হকসহ আরো অনেকে।
পুলিশ সুপার থানার অফিস, ব্যারাক অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন এবং অন্যান্য অফিসার ও ফোর্সদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনায় এলাকার আইনশৃংখলা ও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি সকলকে সততা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশি সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।