বিশেষ প্রতিনিধিঃ
প্রয়াত অভিনেতা দেশ বরেণ্য নাট্যজন শাহজাহান শাহ্ স্মরণে নবরুপী এর আয়োজনে দিনাজপুর নাট্য সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী নাট্যোৎসব। গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এম.পি এ নাট্যোৎসবের উদ্ভোধন করেন।
উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.নুরুন্নবী এবং দিনাজপুর নাট্যসমিতির অধ্যক্ষ জনাব কাজী বোরহান।
এ নাট্যোৎসবে শাহজাহান শাহ্ এঁর রচিত ৬ টি নাটক সফল ভাবে মঞ্চস্থ করেছেন দিনাজপুরের ৬টি নাট্য দল।
১)দিনাজপুর নাট্যসমিতি- পূর্ভাস
২)আমাদের থিয়েটার-
জান দেব জবান দেব না
৩)ভৈরবী-রামসাগর
৪)শিল্পনাট-রক্ত গোলাপের যাদুকর
৫)নবরুপী- ইত্যাদি ধরনের প্রভৃতি
৬)বৈকালী নাট্যগোষ্ঠী- তারপর
প্রতিটি নাটকে সুনিপুন ভাবে অভিনয় করেছেন একদল তরুণ এবং নতুন নাট্যকর্মী।এ নাট্যোৎসবের মধ্য দিয়ে যেমন একদল নতুন নাট্যকর্মী তৈরি হয়েছে তেমনই দিনাজপুরের মানুষ আবার মঞ্চ নাটকে ফিরে এসেছে।
দর্শনীর বিনিময়ে নাটক দেখতে মানুষের এই উপছে পড়া ভির প্রমাণ করে মঞ্চ নাটক এখনও দর্শকের হৃদয়ে একটা বড় জায়গা দখল করে আছে।