দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের সংঘর্ষের জেরে সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার রাতেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন মটর পরিবহন শ্রমিকরা।
ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক ও যান চলাচলে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখবে বলেও জানান শ্রমিক নেতারা। ফলে সকাল থেকেই দিনাজপুর হতে ঢাকাসহ কোন রুটেই যানবাহন ছেড়ে যায়নি। আকষ্মিক এই পরিবহন ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন জেলার হাজারো মানুষ। অনেকে বাধ্য হয়ে অটো-টেম্পুর মত বিকল্প পরিবহনে গন্তব্যে যাচ্ছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল অতিক্রম করার সময় সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্র-শ্রমিক সংঘর্ষে হয়। সেসময় দুটি বাসে আগুন দেয়াসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা। এ ঘটনায় আহত ছাত্র ও পরিবহন শ্রমিকদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।