আবু সাঈদ সরকার – প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মির্জা আনোয়ারুল ইসলাম তানু স্মরণে দিনাজপুর নাট্য সমিতিতে শুরু হলো মাস ব্যাপি দিনাজপুর দ্বাবিংশ নাট্যোৎসব ও প্রতিযোগিতা-২০১৮ । ২৭মার্চ বিকেল ৫ টায় একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গনে এসে শেষ হয়।
সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাস ব্যাপি নাট্যোৎসবের উদ্ভোধন করেন রাষ্ট্রীয় পদক প্রাপ্ত নাট্যজন দিনাজপুর নাট্যসমিতির মাননীয় অধ্যক্ষ জনাব কাজী বোরহান । উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এম.পি । বক্তব্য রাখেন নব্য নিযুক্ত জেলা প্রশাসক ড.আবু নঈম মোহাম্মদ আব্দুস ছবুর। পুলিশ সুপার জনাব হামিদুুল আলম এবং আরও অনেক গুণী ব্যক্তিবর্গ।
অতিথি বৃন্দের আলোচনার এক পর্যায়ে উঠে আসে দিনাজপুর নাট্য সমিতির শত বছরের পথ চলার ইতিহাস এবং নাট্যাজ্ঞনে দিনাজপুর নাট্য সমিতির পদচারনা । আলোচনা শেষে দিনাজপুর নাট্য সমিতি দল মঞ্চস্থ করেন নাট্যোৎসবের প্রথম নাটক “শোন হে লক্ষীন্দর” । মূল গল্প- শওকত আলী। নাট্যরুপ-সম্বিত সাহা।