দিনাজপুরে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে স্পন্সরশীপ কর্মসূচী’র তালিকাভূক্ত শিশু দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ (অর্থবছর-২০২৫)।

২৬ জানুয়ারি ২০২৫ রোববার সকাল ১১টায় দিনাজপুর লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্পন্সরশীপ কার্যক্রমে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান।

দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ এর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার বিপ্লব ক্লেমেন্ট মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শেষে স্পন্সরশীপ কর্মসূচী’র তালিকাভূক্ত দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, হতদরিদ্র পরিবারের শিশুদের উপহার বিতরণ এর তথ্যসমূহঃ ৩৪৭০ জন আরসি শিশু, ৪৩ জন নন আরসি শিশু ও ৩৭ জন অনাথ শিশুদের মাঝে ১৪২০০ টি খাতা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *