নিজস্ব প্রতিবেদক
নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান-এর নেতৃত্বে একটি অভিজানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারী’২০২৫ বিকেল ৩টায় দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দানিহারী হাঁসপুকুর গ্রামের মোঃ রফিউদ্দিন এর পুত্র মোঃ আব্দুল কাদের (৩৭) এর বাড়ি তল্লাশি করে একটি প্লাস্টিকের বড় বস্তার মধ্যে ১০০ মিলি করে মোট ২৫৮টি বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ৫ লক্ষ ১৬ হাজার টাকা।
এই অভিযানের খবর টের পেয়ে আসামী দ্রুত তার বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে মোঃ আব্দুল কাদের (৩৭)-কে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) স্মরণীয় ১৪(গ) ধারায় একটি মামলা করা হয়েছে।
২৫৮টি বোতল ফেন্সিডিল উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।