বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। তবে বিসিবিতে নির্বাচনের চেয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতা নিয়েই বেশি কথা বলতে হয়েছে বোর্ড সভাপতিকে। বলেছেন, দ্রুতই দক্ষিণ আফ্রিকায় ভরাডুবির তদন্ত করবে বোর্ড।
শেষ হয়েছে নিরুত্তাপ বিসিবি নির্বাচন। ঢাকা বিভাগ থেকে নাইমুর রহমান দুর্জয়ের সাথে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম। তবে বিসিবি সভাপতির প্রার্থী তানবীর আহমেদ টিটু’কে হারিয়েই জিতেছেন সৈয়দ আশফাক।
বরিশাল বিভাগ থেকে পরিচালক পদে জয়ী হয়েছেন আলমগীর খান আলো। নাজমুল হাসান পাপনের প্যানেল প্রার্থী আব্দুল আওয়াল চৌধুরী ভুলুকে ধরাশায়ী করে আলো ছড়িয়েছেন আলমগীর খান আলো। এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে মঙ্গলবার সকালে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল।