আসছে সপ্তাহে বাংলাদেশে ভয়াবহ বন্যার সতর্ক বার্তা দিয়েছে আর্ন্তজাতিক দুই সংস্থা। জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় ইউএনআরসিও এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ গবেষণা কেন্দ্রের বৈশ্বিক বন্যা সতকর্তা পদ্ধতি এ সতর্ক বার্তা দিয়েছে। দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের পূর্বাভাসে জানিয়েছে, ব্রক্ষপুত্র অববাহিকার অঞ্চলগুলোতে শুক্রবার থেকে পানি বাড়ছে।
১৯ আগস্ট পর্যন্ত পানি ভাটির দিকে প্রবাহিত হবে। আর জেআরসির বৈশ্বিক বন্যা সতর্কতা পদ্ধতি পূর্বাভাসে জানিয়েছে, গত ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রক্ষপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হবে। আগামী ১০ দিনে হিমালয়ের দক্ষিণে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে করে ব্রহ্মপুত্রের ভারত ও বাংলাদেশ অংশে পানি বাড়বে।