নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৬৯তম জন্মদিন

গাজীপুরের নূহাশ পল্লীতে লেখকের জন্মদিন উপলক্ষে নেয়া হয়েছে নানা কর্মসূচি। রাত ১২টা ১ মিনিটে কেক কাটা ও সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে, রাজধানীর শাহবাগে চলছে হুমায়ূন আহমেদের একক বইমেলা।

১৯৪৮ সালে নেত্রকোনার কুতুবপুরে হুমায়ূন আহমেদ জন্ম। নব্বই দশকের মাঝামাঝি চাকরি ছেড়ে লেখালেখিতে পুরোপুরি মনোযোগ দেন। উপন্যাস, নাটক, শিশুসাহিত্য, সায়েন্স ফিকশন, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প-সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৪ সালে ‘একুশে পদক’ পান। ২০১১ সালের সেপ্টেম্বরে তার মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাসাহিত্যের এই কিংবদন্তী। তাঁকে সমাহিত করা হয়েছে তাঁরই গড়ে তোলা নূহাশ পল্লীর লিচুতলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *