বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী নভেম্বরের মাঝামাঝি দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যাতে করে উত্তরাঞ্চলের বিদ্যুতের ঘাটতি পুরণ হবে বলে আশা করেন তিনি।
সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো জানান, ভেড়ামারায় আরও পাঁচশ’ মেগাওয়াট ও সৈয়দপুরে দেড়শ’ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। এর আগে তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। দিনাজপুরে কয়লা ভিত্তিক আড়াইশ’ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।