ঢাকা ডায়নামাইটস এর বিপক্ষে শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। টানটান উত্তেজনার এই ম্যাচে ঢাকাকে তিন রানে পরাজিত করেছে রংপুর। ক্রিস গেইলকে গতকাল দেখা গিয়েছিল স্বমহিমায়। প্রথমে ব্যাটিংয়ে নামা রংপুরকে তিনি এনে দিয়েছিলেন এক উড়ন্ত সূচনা। ২৬ বলে ৪ ছক্কায় হাফসেঞ্চুরী তুলে নিয়ে রংপুরের চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন গেইল।
তবে গেইল আউট হওয়ার পর বাকিরা আর সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি, ১৪২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সাকিব ১৬ রানে ৫ উইকেট তুলে নেয়। জবাবে মাশরাফি তার প্রথম ওভারেই সুনিল নারাইনকে আউট করে, শুরুতেই চাপে ফেলেন ঢাকাকে। এরপর তারা ম্যাচে ফিরে আসে।
শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১০ রানের। কিন্তু নিশান্ত পেরেরাকে ছক্কা হাকিয়েও, পঞ্চম বলে বোল্ড হন পোলার্ড। শেষ বলে বাউন্ডারীর প্রয়োজন হয় ঢাকার। কিন্তু আবু হায়দারকে বোল্ড করে রংপুরকে নাটকীয় জয় উপহার দেন পেরেরা।