বলিউডের সবাই যখন ব্যস্ত সোনম কাপুরের বিয়ে নিয়ে, ঠিক তখনই প্রচারমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি বিয়ে করেছেন আরেক বলিউড তারকা নেহা ধুপিয়া। বর ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অঙ্গদ বেদি। মুম্বাইয়ে গুরুদুয়ারায় অঙ্গদের সঙ্গে যখন নেহা সাতপাক ঘুরেছেন, তখন তাঁদের পাশে ছিলেন পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্য আর কয়েকজন বন্ধু। গতকাল বৃহস্পতিবার সকালে বিয়ে হয়েছে তাঁদের, এরপর রাতেই তাঁরা মধুচন্দ্রিমার জন্য উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এ সময় মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা।
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নেহা ও অঙ্গদ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে তাঁদের বন্ধু, আত্মীয়স্বজন আর বড় ও ছোটপর্দার তারকাদের।
নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদির বিয়ের ছবি প্রথম প্রকাশ করেন পরিচালক করণ জোহর। নেহা নিজেও ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবি শেয়ার করেন। সেখানে নেহা লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি আজ আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি। হ্যালো দেয়ার, হাজব্যান্ড!’ আর অঙ্গদ বেদি টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড এখন বউ। হ্যালো মিসেস বেদি!’ এরপর তাঁদের বিয়ের খবর সংবাদমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।
নেহা আর অঙ্গদ বেদির বন্ধুত্ব অনেক দিনের। এই বন্ধুত্ব থেকেই একসময় সম্পর্কের সূত্রপাত এবং এবার বিয়ের সিদ্ধান্ত।
বলিউডের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী নেহা ধুপিয়া টিভির একটি জনপ্রিয় টক শো পরিচালনা করছেন। পাশাপাশি একটি রিয়েলিটি শো করছেন।
#prothomalo