নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবীতে দিনাজপুরের খানসামায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার আয়োজনে পাকেরহাটে মিছিল শেষে শাপলা চত্বরে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আতাউর রহমান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা ও তারবিয়াত বিভাগের সভাপতি মাওলানা মনিরুজ্জামান জিহাদী বিন সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে যেন থাকে ওই ক্ষমতা স্বার্থে মধ্যে যেন থাকে। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা যুব বিভাগের সভাপতি আসেদ আলীসহ উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।