পীরগঞ্জ থেকে নির্বাচন করবেন শেখ হাসিনা

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দু’টি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে।

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৬৫-৭০টি আসন দেওয়া হবে আসন দেওয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’
সেই সংবাদ সম্মেলনেই কাদের বলেন, ‘আমি এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *