নাজমুল হাসান সাগর : বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী, নামা বলদিয়া পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিশুকে মেরে গুরুতর আহত করা হয়েছে। মৃত সিৱাজুল ইসলামেৱ ছেলে মোঃ সায়েম ( ৮) কে মারধর করে একই গ্রামেৱ মোঃ শহৱ আলী, পিতা মৃত ৱহিমুদ্দি।
আজ ২১-১২-২০১৭ ইং সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলো সায়েম। রাস্তা দিয়ে গরু নিয়ে যাবার সময় অতর্কিতভাবে দৌড় দেয় গরু । সেটা দেখে ভয় পায় শহর আলীর ছেলে । এই অপরাধে সায়েমকে মারধর করেন শহর আলী।প্রত্যক্ষদর্শীরা জানান গুরুতর আহত অবস্থায় পারভেজ ও সাউথ এর সহায়তায় সায়েমকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। বুকে ব্যাথা হওয়ায় নিশ্বাশ নিতে কষ্ট হচ্ছে সায়েমের এমনটা জানান পারভেজ।
সায়েমের মা এই কর্মকান্ডের শাস্তি চেয়ে অঝরে কাদছেন।