জীবনযাপন ডেস্কঃ
প্রায় সময়ই দেখা যায় রিলেশন ব্রেকাপের কিছু দিন পর বা বহুদিন পরও প্রাক্তন ফিরে আসার জন্যে নানাভাবে চেষ্টা চালিয়ে যায়। আগের বার সম্পর্ক নষ্ট করার সময় কোন কিছু না ভাবলেও অন্য জনের থেকে প্রতারিত হয়ে যখন আপনার কাছে ফিরে আবার ফিরে আসতে চায়! অথবা রিলেশন না করেও ফিরে আসতে চায় তখন মূলত আপনার কি করা উচিৎ?
প্রাক্তন যদি ফিরেই আসতেই চান তাহলে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেনঃ-
? ব্রেকাপের ঠিক যতদিন পর ফিরে আসে অন্তত ততদিন তাকে ভালোমত পরীক্ষা নিন, যাচাই করে নিন সে কি সত্যিই নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে এসেছেন না কি অন্য কারণ!
? কেন চলে গিয়েছে, কেন আসছে আবার তা ভালোভাবে যাচাই করে নিন!
? প্রাক্তনের প্রতি খুব রাগ থাকলে তাকে তার মত করে নিয়ে আপনিও সেম কাজ করে প্রতিশোধ নিতে যাবেন না। এতে হিতে বিপরিত হতে পারে।
সর্বোপরি প্রাক্তন যেহেতু আপনার কথা চিন্তা না করেই চলে গিয়েছিল, কি হবে না হবে সেটা না ভেবেই নিজের সুখ খুঁজতে ব্যাস্ত ছিলেন, ভেবে নেবেন সে ফিরেও এসেছে তার নিজেরই সুখের জন্যে!