ফিনা বিশ্ব সাঁতারের পদক তালিকায় শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার, দুটি স্বর্ণ জিতে এই কৃতিত্ব দেখায় টানা আট আসরের চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের সমান ১২টি স্বর্ণ নিয়ে চীন নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১১টি স্বর্ণ জিতে রাশিয়া দখলে রেখেছে, তৃতীয় স্থান।
বুদাপেস্টের পুলে, যুক্তরাষ্ট্র এদিন প্রথম স্বর্ণ জেতে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে। ২০১৬ রিও অলিম্পিকের সাফল্য ধরে রাখেন সিমোনে ম্যানুয়েল। ৫২ দশমিক দুই-সাত সেকেন্ড টাইমিং করেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান জলকন্যা।
এই ইভেন্টে সুইডেন জেতে রূপা, ডেনমার্ক পায় ব্রোঞ্জ। দিন শেষে, মেয়েদের ওয়াটার পোলোর ফাইনালে স্পেনকে ১৩-৬’এ হারিয়ে চীনের সমান ১২টি স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। পঞ্চদশ দিনে, রাশিয়া তিনটি স্বর্ণ জিতে পায় সেরা সাফল্য। ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রাশিয়াকে স্বর্ণ জেতান ইভজেনি রায়লভ।
এই ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের রায়ান মার্ফি রুপা ও তার স্বদেশী জ্যাকব পেপলি ব্রোঞ্জ জেতেন। মার্ফির রূপা জয়ই দিন শেষে আমেরিকানদের তুলে আনে পদক তালিকার শীর্ষে। চীনের ১১টি রূপা টপকে ১২টি রূপা পায়, যুক্তরাষ্ট্র।