বাঁচার আকুতি

Share
জলস্পর্শী তটিনী
আমারো খুব ইচ্ছে করে-
দুধ সাদা এক সুহাসিনী ভোরে,
দেখবো আমি প্রভাত।
আলো ছায়ায় খেলার ছলে-
তোমার পেটে আলতো করে,
করবো কতো আঘাত।
ব্যথা পেয়েও উঠবে হেসে-
করবে আদর ভালোবেসে,
পেটে রেখে হাত।
সময় পেলেই গুনগুনিয়ে শুনাবে আমায় গান,
গান শুনেই ভেঙে যাবে আমার অভিমান।
আমায় নিয়ে করবে নালিশ ফিরলে বাবা রাতে,
বাদী বিবাদীর নিয়ে শালিশ বসবে সাথে সাথে।
এসব কিছু কবে হবে ভাবতেই গেলো তিনটি মাস,
হঠাৎ করেই মায়ের খুশি পাল্টে হলো দীর্ঘশ্বাস।
কি হচ্ছে মায়ের সাথে পাইনা আমি খুজে,
অবহেলা আর অত্যাচার সইছে মা চোখ বুজে।
কি জানি কি বলেছিলো সেদিন ডাক্তার বাবাকে,
সেদিন থেকে সবাই মিলে বকছে আমার মাকে।
দাদু আমার গোমরা মুখে বলছে দিবা রাতি,
ধনীর চিহ্ন হাতি আর বংশের চিহ্ন নাতি।
বাবা রোজ বলছে মাকে চাইনা তোমার কন্যা,
প্রদীপ জ্বালাতেও পুত্র লাগে মেয়ে অলক্ষীর বন্যা।
নিজের মনেই প্রশ্ন জাগে সত্যি কি আমি অপয়া?
বাবা তুমি কেন বুঝনা আমি যে তোমার তনয়া।
কন্যা শিশু গর্ভে বলেই মনে তোমার এতো রোশ,
সবাই মিলেই তোমরা কেন মিথ্যে দিচ্ছো মায়ের দোষ?
ভালো আমায় নাই বা বাসলে নাই বা দিলে বুকে ঠাই,
তবু আমি তোমার বাবা হাতটি ধরে হাটতে চাই।
দোহাই তোমার দয়া করো করোনা আমার গর্ভপাত,
বাঁচতে দাও এ ধরায় বাবা হাতে রেখে তোমার হাত।
ইচ্ছে যদি নাই বা থাকে আমার কথা ভেবোনা,
ভূমিষ্ঠ হওয়ার আগে কভু আমায় তোমরা মেরোনা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।