বাংলাদেশে এই প্রথম বেগুনী রঙের ধান উৎপাদন হচ্ছে

Share

বাংলাদেশে এই প্রথম বেগুনী রঙের ধান উৎপাদন হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জের ভবানিপুরে। এই গ্রামের দুলালী বেগমের উদ্ভাবনীতে বেগুনি রংয়ের ধানের জমিতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ও সাধারণ মানুষের ভিড়। এছাড়া, কৃষিবিভাগের কর্মকর্তারা বীজ সংরক্ষণে উপকরণ দিচ্ছেন কৃষানী দুলালী বেগমকে। ধানের জমিতে দর্শনার্থী। কথাটি শুনতে বেমানান হলেও বাস্তবে এমন ঘটনা ঘটছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের একটি বেগুনি রংয়ের ধানের জমিতে। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীসহ কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও আসছে এই ধান ক্ষেত দেখতে।

জেলার সুন্দরগঞ্জের ভবানিপুর গ্রামের কৃষাণী দুলালী বেগম। ২০১৭ সালের বোরো মৌসুমে জমিতে উচ্চ ফলনশীল ২৯ ও ২৮ ধানের চাষ করেন। তিনি ঐ জমির মাঝে বেগুনী রঙের বেশ কিছু ধানের শীষ দেখতে পান, পরে জমি থেকে প্রায় দুই কেজি বেগুনী ধান সংগ্রহ করেন। কৌতুহল বশত ওই ধানের বীজ এক শতাংশ জমিতে পরে রোপন করেন।

চাষের পর ধানের রংয়ে ভিন্নতা দেখে তার কৌতুহল আরো বেড়ে যায়। পরে উৎপাদিত ধান থেকে ২০১৮ সালের বোরো মৌসুমে তিনি স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসারের পরামর্শে প্রতি গোছাতে একটি করে চারা দিয়ে প্রায় ২৫ শতাংশ জমিতে এ ধানের আবাদ করেছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলা মিটিং এ তিনি ধানের নাম দিয়েছেন তারা দুলালী সুন্দরী। দুই সপ্তাহের মধ্যেই ধান কাটা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সূদুর চীনে রাজারা এ ধান চাষ করতো। তথ্যমতে, প্রচুর পুষ্টিগুন থাকায় চীনের রাজারা ছাড়া আর কেউ এ ধান চাষ করতে পারতো না।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরে বীরগঞ্জে পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের ভাগ্য বদল

নিজস্ব প্রতিবেদক চাষ করে লাভের অংকটা বেশি হওয়ায় পেঁয়াজের বীজের আরেক নাম...

দিনাজপুরে লিচুর গাছে মুকুল আসা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে গত বছরের চেয়ে এবার লিচু গাছে মুকুল বেশি দেখা...

হাবিপ্রবি উদ্ভাবিত ট্রাইকোডার্মার বায়োফানজাইসাইড ব্যবহারে টমেটোর দ্বিগুণ ফলন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি...

দিনাজপুরে খানসামায় স্ট্রবেরি চাষে সাফল্য, অল্প পুঁজিতে অধিক লাভের আশা

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে এখন পরিচিত হয়ে উঠেছে বিদেশি ফল স্ট্রবেরি। অল্প পুঁজি...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।