নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী নেতা দাবি করা ভ্যানচালক আইয়ুব আলী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হাইস্কুল শিক্ষক লিমনের কথার ওপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করে মনগড়া নিউজ প্রচারের প্রতিবাদ জানাচ্ছি।
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র করেছে।বৈষম্য বিরোধী নেতা দাবি করা ভ্যানচালক আইয়ুব আলীকে খানসামা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির প্রতিনিধিরা কেউ চেনেনা।বৈছাআর শরিফুলের নাম ব্যবহার করায় তাৎক্ষণিক ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় জন প্রতিনিধির নিকট সঠিক তথ্য না শুনে বৈছাআর নেতা দাবি করা আইয়ুব আলী ও ভিন্ন মতাদর্শের হাইস্কুলে শিক্ষক মি. লিমনের কথার ওপর ভিত্তি করে একপাক্ষিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে মিথ্যা নিউজ প্রচারের নিন্দা জানাচ্ছে বৈছায়া দিনাজপুর জেলা শাখা। সেইসঙ্গে বৈছায়া মনে করে একপাক্ষিক কথা শুনে বীরগঞ্জ নিউজ২৪.কম যে নিউজ প্রকাশ করেছে সেটা সাংবাদিকতার নিয়ম পরিপন্থী। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে যে কেউ অপকর্ম করলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আইনের আওতায় আনার অনুরোধ করছি প্রসাশনের নিকট।
রহিদুল ইসলাম রাফি
যুগ্ম আহ্বায়ক,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখা।
প্রতিবেদকের বক্তব্যঃ যে নিউজটি প্রকাশ হয়েছে সেটির স্বপক্ষে আমার কাছে যথেষ্ট অডিও ও ভিডিও প্রমাণ আছে। ঘটনাস্থলে সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধিকেও সেখানে দেখা গেছে। সংবাদে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য রয়েছে। যেহেতু খানসামায় সংগঠনটির কোন কমিটি নেই, তাই দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া হয়নি। এক্ষেত্রে জেলা শাখার দায়িত্বশীলদের এই বক্তব্যকে সাধুবাদ ও আন্তরিকভাবে গ্রহণ করা হলো। আর বাড়ি ভাংচুর ও দখলের ঘটনার সংবাদটি কোন মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে করা হয়নি। এটি দিনের আলোর মতো পরিস্কার সত্য।