একদিন বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আবার শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা। মিরপুর স্টেডিয়ামে বেলা একটায় ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স ও সন্ধ্যা ছটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে।
বিপিএল সিজন ফাইভে এ পর্যন্ত হয়েছে ১২টি ম্যাচ। সেখানে পাঁচ ম্যাচে তিন জয়ে শীর্ষে সিলেট সির্ক্সাস। ঢাকা ডয়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স তিন ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে ওঠার অপেক্ষায়। চার ম্যাচে এক জয়ে কঠিন অবস্থায় গতবারের রার্নাসআপ রাজশাহী কিংস।
চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সও লড়ছে তিন ম্যাচে এক জয় নিয়ে। ঢাকায় লো-স্কোরিং ম্যাচের প্রায়ই প্রতিটিতেই হচ্ছে একতরফা রেজাল্ট। মাঠের পারফরম্যান্সে টুর্নামেন্ট এখনো পর্যন্ত বিদেশীদের দখলে। যে ১২টি হাফ সেঞ্চুরি হয়েছে সেখানে রাজশাহীর মুমিনুল হক’ই একমাত্র বাংলাদেশী। বোলিংয়ে খুব খারাপ করছে না স্থানীয়রা।