বিবেকের কাঠগড়া

Share

আত্রাই নদীর তীরে,বিশাল বটবৃক্ষমূলে
একদিন আনমনে বসে ছিলেন এক জ্যের্তিময় পুরুষ,
শালপাংশু শরীর,মাথায় একরাশ ঝাকরা চুল,
বাতাসে চুলের আন্দোলন,ঠোঁটের কার্নিশে অপার্থিব স্মিত হাসির আভা,মৌনবাক ধ্যানমগ্ন।

সহসা মৌনতার প্রাচীর ভেঙে গেল,
হাত ইসারায় ডাকলেন আমায় কাছে।
মেঘমন্ত্র স্বরে প্রশ্ন করলেন,কি জিজ্ঞাসা তোমার?
কম্পিত কন্ঠে শুধালাম,জীবনের পরম সত্যটি কি?
চোখের দৃষ্টিকে প্রসারিত করলেন তিনি,
দূরে,বহু দূরে কোন এক শূণ্যমার্গে।
অনুচ্চ স্বরে বললেন,যেন স্বগতোক্তি করছেন,
আমি দেখলাম আমার চোখের সম্মুখে
মোমদানিতে রাখা জ্জ্বলন্ত মোমের মতো,
তিল তিল করে নিঃশেষিত হয়ে গেল
আমার পিতা মাতার যৌবন।
অতঃপর আমরা…

তোমার ঐ চিরযৌবনা শরীর ও একদিন শ্মশান ভুমিতে পরিনত হবে,
আমার খোচা খোচা দাড়ি,গোফ একরাশ এলোচুলেও শুভ্রতা গ্রাস করবে।

সবই নশ্বর…
কিছুই টিকবেনা সংসারে।
প্রেয়সীর প্রেমডোর ছিড়ে চলে যায় প্রেমিক প্রবল,
মাতৃবক্ষ শূন্য হয়,স্বজনো বিজনে যায়।
আদিগন্ত বিস্তৃত বিশাল আকাশ,নক্ষত্ররাজি।
সবুজ ফসলের মাঠ,তরুলতা গুল্মাদি-
এই আত্রাই নদী,সমুদ্র,পাহাড় পর্বত পাখপাখালির গান,
পুষ্পের সৌরভ, যাবতীয় সৌন্দর্য,প্রিয় অপ্রিয় সবকিছু মিথ্যা হয়ে যায়,
সত্য শুধু একটাই একদিন চলে যেতে হবে দূরে বহুদূরে না ফেরার দেশে।

তারপর দীর্ঘ নীরবতা,
আত্রাই নদীর কল্লোল ম্লান হয়ে আসে,
বাউল বাতাস যেন মূর্ছা যায়!
অতঃপর তিনি হাত রাখলেন আমার হাতে,
চোখে চোখ রেখে অপলকে চেয়ে রইলেন দীর্ঘক্ষণ,
চোখ বেয়ে দুফোটা অশ্রু ঝড়ছিলো তার।
মৌনতা ভেঙে বললেন ঐ দূর দেশেই আমাদের ঠিকানা,
এ ধরায় আর মিলবোনা দুজনা।

এই তো ঢের যা পেয়েছি,চাওয়া পাওয়ার খাতায় হিসাব মিলাতে যেও না,অনুভবেই রয়ে যাবো দুজনা।
অতঃপর চিরতরে বিদায় নিলেন,

আর আমি হতাশাগ্রস্থ চোখে চেয়ে রইলাম তার চলে যাওয়া পথ পানে।
আজ অবধি চেয়ে আছি কিন্তু দেখা মিলেনি তার,
হয়তো ডুবন্ত চাঁদের সাথে সেও হারিয়ে গেছে অন্ধকার সাগরের মৌনবন্দরে,
কিন্তু সে আজো বেঁচে আছে আমার হৃদয় কন্দরে।

লিখেছেঃ জলস্পর্শী তটিনী 

ছবিঃ গুগল 

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।