বিরামপুরে ভিজিএফ এর চাল বিতরণে হট্টগোল থামাতে গেলে উপজেলা সমবায় কর্মকর্তার উপর হামলা

বিরামপুরে ভিজিএফ এর চাল বিতরণে হট্টগোল থামাতে গেলে উপজেলা সমবায় কর্মকর্তার উপর হামলা
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ এর চাল বিতরণে দায়িত্বরত ট‍্যাগ অফিসার ও উপজেলা সমবায় অফিসার রকিবুল হাসানের মাথা ফেটে দিয়েছে স্থানীয় এক বখাটে।

বুধবার (১৯ মার্চ ২০২৫) ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিওড় ইউনিয়ন পরিষদে দরিদ্র ও হতদরিদ্র পরিবারে ভিজিএফ এর চাল বিতরণের শেষের দিকে শিয়ালা গ্রামের মনিরুল ইসলাম আকাশ ও একই গ্রামের তাহাজুল ইসলাম মানিক, কোচগ্রামের রাকিব ও আঠারোজানি গ্রামের নজরুল ইসলাম সহ আরো কয়েকজন হট্টগোল করলে দায়িত্বরত ট‍্যাগ অফিসার ও উপজেলা সমবায় অফিসার রকিবুল হাসান তাদের বিশৃঙ্খলা করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ইসলাম আকাশ আচমকা তার হাতে থাকা চাকু বা চাবি জাতীয় কিছু একটা দিয়ে সমবায় অফিসার রকিবুল হাসানের মাথায় আঘাত করে মাথা ফেটে দেয়। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন হামলাকারিদের বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করেন হামলাকারীরা। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, কয়েকজন ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, হামলাকারী মনিরুল ইসলাম আকাশ বিগত সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং তাহাজুল ইসলাম মানিক স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন এবং তাদের সাথে থাকা সহযোগিরাও একসময় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

যেসকল উশৃঙ্খল বখাটেরা ইউনিয়ন পরিষদে এসে বিশৃঙ্খলা করেছে এবং দায়িত্বরত ট‍্যাগ অফিসারের উপর হামলা করে মাথা ফেটে আহত করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল নিতে গিয়ে এক বৃদ্ধের মৃ্ত্যু

নিজস্ব প্রতিবেদক ‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল নিতে...

বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে মমিনুল ইসলাম (৩৫)...

খানসামায় মায়ের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের খানসামায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে জনক চন্দ্র রায় (১৬)...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।