স্পোর্টস ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপের জন্য গাওয়া শেষ অফিসিয়াল সঙ্গীত ‘লিভ ইট আপ’। গেয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথ, নিকি জ্যাম ও ইরা ইস্ত্রেফি। শেষ দুইজনকে নিয়ে কোনো সমস্যা নেই রাশিয়ান ভক্তদের। যত সমস্যা উইল স্মিথ আর সঙ্গীতের ধরন নিয়েই।
উইল স্মিথ রাশিয়ার রাজনৈতিক প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা। এত সঙ্গীত শিল্পী থাকতে মার্কিনি গায়ক আনতে হবে কেন এ নিয়ে প্রশ্ন অনেকের। ফুটবলের আসরের সঙ্গে এ সঙ্গীত যায় না বলেও টুইটারে দাবি করেছেন এক ভক্ত, ‘বিশ্বকাপের সঙ্গীতে ফুটবলের কোনো ঢংই নেই।
মেসি কী এই লিভ ইট আপ গানটার সঙ্গে নাচতে পারবে?’ আবার পক্ষেও আছেন অনেকে। ২ দিনের মধ্যে ৪৫ লাখ মানুষ শুনে ফেলেছেন গানটি। বিশ্বকাপে এ গান সারা ফেলবে বলেই আশা বহু রাশিয়ানের। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে গান পরিবেশন করবেন উইল স্মিথ, ইরা ইস্ত্রেফি ও নিকি জ্যাম।