স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানির জন্য বরাদ্দ রেখেছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, প্রায় ৩ হাজার ৩৯৫ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে যে ১৬টি দল বাদ পড়বে তারা প্রত্যেকে ৮ মিলিয়ন মার্কিন ডলার পাবে। আর রাউন্ড অব-১৬ তে পা রাখতে পারলেই আরও ৪ মিলিয়ন ডলার বেশি পাবে দলগুলো। অর্থাৎ, শীর্ষ ষোল’র লড়াই থেকে বাদ পড়া দল পাবে ১২ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে চতুর্থ এবং তৃতীয় স্থান অধিকারী দল পাবে যথাক্রমে ২২ মিলিয়ন এবং ২৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দলের প্রাইজমানি ধরা হয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিশ্বসেরা দলটির ব্যাংক একাউন্টে যোগ হবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া মূল পর্বে অংশগ্রহণকারী ৩২ দলের প্রত্যেকেই বিশ্বকাপে খরচ হিসেবে পাবে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রাইজমানির তালিকা :