বিশ্বকাপ খেলবে অথচ জুতা নেই ইরানি ফুটবলারদের

স্পোর্টস ডেস্কঃ

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ইরানি ফুটবল দলকে জুতা সরবরাহ করার কথা ছিল বিশ্বখ্যাত খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি নাইকি’র। কিন্তু হটাত করে বিশ্বকাপের আগ মুহূর্তে তা সরবরাহ করতে অস্বীকৃতি জানায় তারা। আর নাইকির এই সিদ্ধান্তে বেশ চটেছেন ইরান দলের ম্যানেজার কার্লোস কুয়েইরোজ। তিনি নাইকি’র এমন সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ ও সমালোচনা করেছেন।

ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প প্রশাসন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রেক্ষিতেই নাইকি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অনেই ইরানি ফুটবল সমর্থকই তা প্রকাশ্যে বলছেন। অন্যদিকে, ভয়েজ অব আমেরিকার পার্সিয়ান সার্ভিস জানাচ্ছে রাশিয়া বিশ্বকাপে ইরানি খেলোয়াড়দের জুতা দিতে অস্বীকৃতির কারণ হিসেবে নাইকি হোয়াইট হাউজের নতুন নিষেধাজ্ঞাকেই যুক্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে।

মস্কোর বাইরে একটি ট্রেনিং সেশনের সময় ম্যানেজার কুয়েইরোজ বলেন, খেলোয়াড়রা তাদের সামগ্রী ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে এবং এ ধরনের গুরুত্বপূর্ণ খেলার এক সপ্তাহ আগে সিদ্ধান্ত পরিবর্তন ঠিক না। তিনি বলেন, এই ইস্যুতে আমাদেরকে সাহায্য করতে ফিফার সাহায্য চাচ্ছি।

উল্লেখ্য, আগামী ১৫ জুন রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে ইরান। ২০ জুন কাজান অ্যারেনাতে ২০১০ এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা, আর তৃতীয় ম্যাচে ২৫ জুন সারানঙ্কেতে পর্তুগালের বিপক্ষে খেলতে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *