বীরগঞ্জের নবাগত ইউএনও তানভীর আহমেদ শহীদ আল আমিনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বীরগঞ্জে নবাগত ইউএনও তানভীর আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আল আমিনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার ১২ মার্চ’২৫ শেষ বিকেলে ঢাকাস্থ সাভারে মিছিল চলাকালে পুলিশের ছোড়া গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আল আমিনের কবর জিয়ারতসহ শ্রদ্ধা নিবেদন করেছেন বীরগঞ্জের নবাগত ইউএনও তানভীর আহমেদ।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামে শহীদ আল আমিনের পৈত্রিক বাড়ি।

তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শুকনো খাবার সরবরাহ করেন নবাগত নির্বাহী অফিসার।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, শহীদ আল-আমিনের পিতা ওয়াজেদ আলী, ছোট ভাই শাকিল ইসলাম, ইউপি সদস্য মো. আবু তাহের মিয়া, প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ইফতি
সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রত্যন্ত পল্লীতে আকর্ষিক ভাবে উপস্থিত হয়ে শহীদ পরিবারের প্রতি এমন সহানুভূতি প্রদর্শন করায় নির্বাহী অফিসার তানভীর আহমদের ভূঁয়সী প্রশংসা করেছেন গ্রামবাসী। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্রনেতা কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *