নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে বীরগঞ্জে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কাবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা লুনা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধরী, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম বাহার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধি বৃন্দ, গনঅধিকার সদস্য বৃন্দ সহ আরোও অনেকে।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুটি যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক সহ আরোও অনেকে।