নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারের পক্ষ থেকে ৫০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে ফ্যামিলি প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল ২০২৫) সকালে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, দুধ, তেল, সাবান, হুইল,আটা, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ফ্যামিলি প্যাকেজ উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এসময় মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ, শাহিনুর ইসলাম, সভাপতি মনির ইসলাম, সাধারণ সম্পাদক : রায়হান ইসলাম, পরিচালক : ইয়াসিন আলী রিসু , সিনিয়র সহ-সভাপতি, শাহিনুর রহমানসহ মানব কল্যাণ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।