নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে ২৫ পিস ট্যাপেনটাডোল সহ উৎপল চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার ১২ এপ্রিল-২০২৫ আনুমানিক দুপুর সাড়ে বারটায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের দামাইক্ষেত্র শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উৎপল চন্দ্র রায় ৬ নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের ধীরেন রায়ের পুত্র।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান এসআই মোঃ আনছারুল ইসলাম এর নেতৃত্বে এ এস আই নির্মল চন্দ্র ও দীনেশ চন্দ্র সহ পুলিশের একটি দল তাকে আটক করেন ।
পুলিশ জানায় আসামী উৎপল চন্দ্র রায় একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটককৃত আসামীর বিরুদ্বে মাদকদ্রব্য আইন -১০ এর ক ধারায় মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়।