মোঃ লাল মিয়া | বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কিশামত খরিকাদাম গ্রামে হবিবর রহমানের দুই পুত্র কালাচান ও গফুরের বাড়িতে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। রান্না ঘরে গত ০৮/০১/২০১৮ ইং রোজ সোমবার দিবাগত রাত্রী আনুমানিক ১২ টার সময় রান্না ঘর থেকে এই অগ্নি কান্ডের ঘটনার সুত্রপাত হয়।
প্রতক্ষদর্শীরা জানান চুলা থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হলেও, পরে তা সমস্ত ঘরে ছড়িয়ে পরে।প্রতিবেশিরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নি দগ্ধ হয়ে দুইটি গরু, হাসমুরগী এবং রান্না ঘর সহ গোয়াল ঘর আগুনে পুরে যায় । ক্ষয় ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা । স্থানীয় প্রশাসনের পক্ষ্য থেকে ইউপি চেয়ারম্যান কে এম কুতুব উদ্দীন ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।