নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১৭ মার্চ ২০২৫) বীরগঞ্জে ১০ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ১, বীরগঞ্জ-কাহারোলের জনপ্রিয় ব্যক্তিত্ব ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব জাকির হোসেন ধলু ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বীরগঞ্জ উপজেলা যুবদলের ১ নং সদস্য জনাব মোঃ আক্কাস আলী, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব সুজন আলী,বীরগঞ্জ তারেক পরিষদের সোহরাওয়ার্দী নয়ন ও মাহাবুর রহমান সজিব সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওলামা দল, তারেক পরিষদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নং ইউনিয়নের প্রফেসর শামীম ইসলাম । অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওলামা দলের মাওলানা মুফতি জুবাইর আহমাদ।