নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (৫.৪.২০২৫ইং) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম দেখা যায়। যানজট প্রতিরোধে পুলিশ সেনাবাহিনী ও ট্রাফিক সার্জন যৌথ অভিযান পরিচালনা করেছে।
বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড়, কলেজ মোড়, কাহারোল মোড়সহ বিভিন্ন গেদারিং পয়েন্টে থানা পুলিশ, ট্রাফিক সার্জেন ও সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযানে গাড়ি তল্লাশী, মোটর সাইকেল চালক কে থামিয়ে সাবধান করাসহ নানান কৌশলে যানজট নিরসনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে দেখা গেছে।
ইতোপুর্বে বীরগঞ্জের যানজট নিয়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউবে ব্যপক প্রচার হয়। সে কারনে পুলিশ প্রশাসন ছিল কড়া নজরদারীতে।
ঢাকা থেকে ঈদে ঘরে ফেরা বাসযাত্রী, সাহেবুল ইসলাম খোকন গার্মেন্টস কর্মকর্তা, তার সহধর্মিনী শিউলি আরা, বেসরকারি কোম্পানীতে কর্মরত ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম সুমন, তার সহধর্মিনী সানু ইসলাম, স্কুল এন্ড কলেজ শিক্ষক সেলিম শাহী, পুরান ঢাকার একটি আর্ট কলেজের প্রভাষক জেরিন ফারজানা, পারভেজ, কাজলসহ অনেক আগন্তক সন্তোষ প্রকাশ করে জানান প্রায় এক যুগের মধ্যে এবার খুব শান্ততে বাড়ি ফেরা হলো।
কোথায় কোন প্রকোট যানজট চোখে পড়ে নাই বলে তারা জানান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন ঈদের পুর্ব থেকেই এসিল্যান্ড, পৌর প্রশাসক (চলতি দায়িত্ব) এবং উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় সভা সেমিনারে জনসচেতনতা মুলক আলোচনা, মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারনা চালানো হয়েছে, পুলিশ-সেনা ও ট্রাফিক পুলিশ সমন্বয়ে যানজট প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রেয়েছে।