নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের দিলারা বেগম (৫৬) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯মার্চ২০২৫) ১১টায় উপজেলা পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার নিজ বাড়িতে শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দিলারা ওই এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষে দিলারা বেগমের গলায় ধারালো অস্ত্রের ও মাথায় ইটের একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় থানা পুলিশ ও সিআইডি পুলিশের একটি টিম রহস্য উদঘাটনে কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দিলারা বেগম পল্লী দারিদ্র্য বিমোচনে চাকরি করতেন। ৬/৭ বছর পূর্বে তিনি অবসরে যান। তার চাকরি জীবনে পেনশনের ২০/২৫ লাখ টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কোন সন্তান নেই। একটি পালিত মেয়ে রয়েছে। পালিত মেয়ে আভা বলেন, সকল সাড়ে ১০ টার দিকে বাড়িতে এসে দেখি মা রক্তাক্ত অবস্থায় শয়ন কক্ষে পড়ে আছে, ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।