নিজস্ব প্রতিবেদক
“যদি করেন রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ২০ মার্চ বৃহস্পতিবার ২০২৫ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নে অবস্থিত উত্তরবঙ্গের স্বনামধন্য ভুল্লিরহাট বিবিকাঞ্চন চক্ষুহাসপাতালের হলরুমে ভুল্লির হাট সূর্য তরুণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য তরুণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনএর উপদেষ্টা ও বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ( সার্জন ) ডা: এম এ লতিফ।
আরো উপস্থিত ছিলেন সূর্য তরুণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের উপদেষ্টা জামতলী জনকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও সাংবাদিক মোঃ ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান মোহনপুর ইউনিয়ন পরিষদ আলহাজ্ব মজিদুল ইসলাম মাস্টার, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপি সহ-সভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, উপদেষ্টা সূর্য তরুণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন ও ইউপি সদস্য মোঃ মাজেদুল ইসলাম, উপদেষ্টা সূর্য তরুণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন ও ইউপি সদস্য শফিউল আলম, উপদেষ্টা সূর্য তরুণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন মোঃ সাজ্জাদ হোসাইন, ঝাড়বাড়ী হাট যুব-সমাজের প্রচার সম্পাদক ও ঝাড়বাড়ী নিউজের পরিচালক মোঃ জাকির হোসেন, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুবকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মুসলিম হাসান, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, জাগরন ব্লাডব্যাংকের সভাপতি নাইম ইসলাম, সহ সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গের অন্যতম ধারাভাষ্যকার মোঃ জয়নাল আবেদীন।