নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ এর সভাপতিত্বে ২০২৫ গনহত্যা দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা প্রকৌশলী মোঃ জীবরীল আহমেদ, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজ সেবা কর্মকতা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার,বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শাখার সহ সেক্রেটারী মোঃ মোঃ হাদীউজ্জামান, বৈষম্য আন্দোলনকারী ছাত্র নেতা জেমিন রায, দি এশিয়ান এজ ও আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ সিদ্দিক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৫ মার্চ গনহত্যা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।