স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ড কাপের উপজেলা পর্যায়ের খেলায় এবারের চ্যাম্পিয়ন ঝাড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলায় জয়ের নায়ক হৃদয় ও সিজু।
বিকেল ৫ টার দিকে শুরু বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল খেলাটি । খেলা শুরুর প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল । তবে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে প্রথম গোল উপহার দেয় হৃদয় ।
এর পরেই ১৪ মিনিটের মাথায় আরেকটি গোল করতে সক্ষম হয় ঝাড়বাড়ি সরঃ প্রাঃ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সিজু । খেলার ফলাফল দাড়ায় ২-০ । অত্যন্ত নৈপুণ্যতার সাথে খেলা প্রদর্শন করে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা ঝাড়বাড়ী স.প্রা. বি: । শ্রেষ্ঠ খেলোয়াড় হয় প্রথম গোলদাতা হৃদয় ।
আজ বৃহস্পতিবার কথা হয় শ্রেষ্ঠ খেলোয়াড় হৃদয়ের সাথে । “আমি শুধু আমার শ্রেষ্ঠ খেলাটি উপহার দিতে চেয়েছিলাম এবং আমি একটি গোল করতে সক্ষম হই । ভাল খেলা উপহার দিতে পেরে আমি খুবই খুশি ।”
এরপর কথা হয় দ্বিতীয় গোলদাতা সিজুর সাথে । ”আমার আগে থেকেই আত্মবিশ্বাস ছিলো আমি একটি গোল করবো । আমরা জয়লাভ করে খুবই আনন্দিত । জেলা পর্যায় চ্যাম্পিয়ান হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো । ”
সিজু এবং হৃদয় অত্যন্ত নৈপূণ্যতার সাথে খেলা প্রদর্শন করে এবং তারা দলকে আরোও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় । জেলা পর্যায়েও তারা তাদের টিমের নৈপুণ্যের স্বাক্ষর রেখে আরোও জয় উপহার দিতে চায় ঝাড়বাড়ী তথা বীরগঞ্জবাসীদের। এমনকি জাতীয় পর্যায়ে ঢাকার মাঠেও তাদের সব থেকে ভালো খেলা উপহার দিতে চায় এই দুই ক্ষুদে ফুটবলার।