বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. তোফাজ্জল হায়দার | পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুলতলা টাইগার ক্লাব আয়োজনে
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ই অক্টোবর সকাল সাড়ে ১১ টায় সেমিফাইনাল দিয়ে শুরু হয়। প্রথম ম্যাচে অংশগ্রহন করেন ঝাড়বাড়ী একাদশ বনাম গড়ফতু উদয়ন ক্লাব, পরবর্তীতে ট্রাইব্রেকারে গড়ফতু উদয়ন ক্লাবকে ৩-৪ গোলে ঝাড়বাড়ী একাদশ ফাইনালে যাওয়া টিকিট পায়। এই দিকে পরবর্তীতে ম্যাচে ফুলতলা টাইগার ক্লাব বনাম ফুলবাড়ী একাদশ অংশগ্রহন করেন, ফুলবাড়ী একাদশ কে ট্রাইব্রেকারে ১-৪গোলে ফুলতলা টাইগার ক্লাব ফাইনালে যাওয়া টিকেট করে নেয়।

আজ বিকেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধনী করেন উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব হাসনা জামানচৌধুরী জর্জ । উদ্বোধনী শেষে ঝাড়বাড়ী একাদশ বনাম ফুলতলা টাইগার ক্লাবের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ফুলতলা টাইগার ক্লাবকে ৩–৪ গোলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতায় মান রাখেন ঝাড়বাড়ী একাদশ।

পরর্বতীতে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন, ৫নং সন্দুরদেঘী ইউপির আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আঃ আজিজ শাহ্, এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তবো রাখেন দেবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব হাসনা জামান চৌধুরী জর্জ।

তিনি বলেন, আমি এই উপজেলাতে খেলাধূলা বিষয় গুলো বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসতেছি এবং কি ফুলতলা টাইগার ক্লাবের জন্য ২টি ফুটবল, ২টি ভলিবল, ভলিবলের নেটজাল রেজিস্ট্রেশন বের করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এবং কি তার বিভিন্ন উন্নয়নের কথাও তিনি জনগনের সামনে তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দেবীগঞ্জে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সারাফাত আলী দেবীগঞ্জে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভূইয়া, ৫ নং সন্দুরদেঘী ইউপির চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকার এবং পরিচালনায়ের ছিলেন সাধারণ সম্পাদক ৫নং সন্দুরদেঘী ইউপির ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পবিত্র কুমার রায় প্রমুখ। চ্যাম্পিয়ন দলের হাতে ১৪” কালার টেলিভিশন ও রার্নাস রাপ দলের হাতে টেবিল ফ্যান তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লখ্য যে, গত ২ ই অক্টোবরে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *