জাকির হোসেন: দিনাজপুর জেলার অর্ন্তগত বীরগঞ্জ উপজেলাধীন ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জ্জুনাহার নিবাসী ইউসুফ আলীর পুত্র আনোয়ার হোসেন (৩৯) এর লাশ আজ বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারে স্ত্রী রেহানা বেগমের নিকট থেকে জানা যায় আনোয়ার হোসেন গত তিন মাস পূর্বে একই গ্রামের আব্দুল সামাদের ছেলে আয়নাল হক এর মাধ্যমে ওমানে যায়।
ভিসা জটিলতার কারনে ওমান ইমিগ্রেশন তাকে দেশে ফেরত পাঠায়। একমাস পর পুনরায় তাকে আবারো ওমান নিয়ে যাওয়া হয়- একই কারনে তাকে আবারো দেশে ফেরত পাঠানো হয়।
গত ০৪/০৮/২০১৭ইং তারিখে পুনরায় আনোয়ার হোসেনকে ওমানে পাড়ি জমায় কিন্তু; দূঃভাগ্য তার পিছু ছাড়ে না। কাজের সন্ধানে আনোয়ার ওমানে পাড়ি জমালেও প্রতাশিত কাজ সে পায় না। প্রত্যাশিত কাজ না পাওয়ায় মিডিয়া আয়নালের সাথে কথা কাটাকাটি হয়।
গত ০২/০৯/২০১৭ইং, রোজ শনিবার রাত্রি আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় মিডিয়া আয়নালের মোবাইল ফোনে আনোয়ার স্ত্রীকে জানানো হয় তার স্বামী হার্ট এটাকে মারা গিয়েছে। এদিকে স্ত্রী ও মায়ের দাবী, আনোয়ারকে মেরে ফেলা হয়েছে।