ভারতের বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে আসাম। প্রবল বৃষ্টিতে সৃষ্ট ঢলে উত্তরাখন্ডে নিখোঁজ রয়েছে চার সেনা ও তিন বেসামরিক নাগরিক।
টানা বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের জনজীবন। বন্যাজনিত নানা কারণে এ পর্যন্ত রাজ্যগুলোতে অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আসামে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২৩ লাখ মানুষ।
মেঘালয় ও আসামের কিছু অংশে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায়, রাজ্য দু’টির বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের অন্তত ২০ লাখ মানুষ। গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ১০ লাখের বেশি মানুষ। পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা।
পরিস্থিতি মোকাবেলায় রাজ্যে সেনা মোতায়েন করা হয়েছে। বন্যায় পশ্চিমবঙ্গে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হিমাচল প্রদেশে পাহাড় ধসে দু’টি যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। সেখানে এখনও উদ্ধার আভিযান চলছে।