মৃত্তিকার বুনট (Soil texture)
কোন মৃত্তিকায় বিভিন্ন আকারের একক কণার পারষ্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সুক্ষ্মতাকে মাটির বুনট বলে। বিভিন্ন আকারের বালি, পলি এবং কর্দম কণা বিভিন্ন অনুপাতে মিশে একটি বিশেষ বুনট শ্রেণীর মৃত্তিকা সৃষ্টি করে। বুনট মৃত্তিকার একটি মৌলিক ও স্থায়ী ধরনের ধর্ম। মৃত্তিকার ভৌত গুণাবলী বুনটের উপর নির্ভর করে। বিভিন্ন বুনটের মৃত্তিকার ধর্ম বা বৈশিষ্ট বিভিন্ন। এই সমস্ত বৈশিষ্টগত কারনের জন্য এক এক শ্রেণীর মৃত্তিকা ব্যবস্থাপনা এক এক রকম এবং এক এক ফসলের জন্য বিশেষ উপযোগী।
আন্তর্জাতিক পদ্ধতির আওতায় মৃত্তিকাকে ১২টি বুনট শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মৃত্তিকার এই শ্রেণীবিভাগ বিভিন্ন ব্যাসের মৃত্তিকা কণার অনুপাতের উপর ভিত্তি করে করা হয়েছে।
বুনট শ্রেণী |
বালি% |
পলি% |
কর্দম% |
বেলে মাটি |
৮৮–১০০ |
০৩–০৭ |
০০–০৮ |
বেলে দোআঁশ |
৭০–৯২ |
০০–১২ |
০৮–২৯ |
দোআঁশ বালি |
৬৩–৮৮ |
০৩–২৫ |
০০–১২ |
দোআঁশ |
৫০–৭৬ |
১০–২৫ |
১২–২৬ |
পলি |
০০–৫০ |
৫০–১০০ |
০০–২৬ |
পলি দোআঁশ |
২৫–৭৪ |
২৫–৫০ |
০০–২৬ |
এটেল |
০০–৬৩ |
০০–২৫ |
৩১–১০০ |
পলি এটেল |
০০–৩৪ |
২৫–৬০ |
৪০–৭৫ |
বেলে এটেল |
৪৫–৬৫ |
০০–২০ |
৩৪–৪০ |
পলি এটেল দোআঁশ |
০০–২০ |
৪০–৭৩ |
২৭–৪০ |
এটেল দোআঁশ |
২০–৪৫ |
১৫–৫৩ |
২৭–৪০ |
বেলে এটেল দোআঁশ |
৬৩–৮৩ |
০০–১০ |
১৭–৩০ |