মাদক ব্যবসায়ীদের হাতে মার খেলো পুলিশ

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

রাজশাহীর কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের উপর হামলা হয়েছে। এতে এএসআই ও কনস্টেবলসহ দুই পুলিশ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার এ ঘটনায় আহত এএসআই মাহাবুব হোসেন ও কনস্টেবল সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই নগরীর কাটাখালি থানায় মামলা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় অভিযানে যায়। পুলিশ মাদকসহ একজনকে ধরে ফেলে। খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই পুলিশকে পিটিয়ে জখম করে ফেলে রাখে। পরে খবর পেয়ে কাটাখালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার নিয়ে আসে। হামলাকারিদের ধরতে রাতে ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

রামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে এএসআই মাহাবুবকে ৩১ নং ওয়ার্ডে এবং কনেস্টেবল সুজনকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তবে কাটাখালি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন দাবি করেন, খিদিরপুর মধ্যচর (মিডিলচর) পূর্বপাড়ায় ৭ থেকে ৮ জন মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় তারা সামনে যাকে পেয়েছে তাকেই লাঠিপেটা করেছে। এক পর্যায়ে গ্রামের লোকজন ক্ষুদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী নিয়মিত অভিযান চলমান...

বীরগঞ্জে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে...

বীরগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭৭

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ ঝড়বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষার প্রথম দিনে...

বীরগঞ্জে ইউএনও তানভীর আহমেদ এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।