ঝাড়বাড়ী থেকে বীরগঞ্জের রাস্তার অন্ত:ত তিনটি যায়গা পানির নীচে তলিয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা গেল আত্রাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। ঝাড়বাড়ী থেকে কদমতলী খেঁয়াঘাটে যাতায়াতের রাস্তাটির প্রায় ৩০০ ফিট নদীর স্রোতে বিলীন হবার পথে। স্থানীয় উদ্দ্যোক্তা ও এলাকাবাসীর সহযোগীতায় কোন রকমে টিকে আছে রাস্তার ১ ফিট পরিমান জায়গা।
এই যায়গাটুকু যদি ভেঙ্গে যায় তাহলে পানি সরাসরি ঢুকে যাবে কাশিমনগরে। সরেজমিনের পানি চাইতে নদীর পানি ১.৫ ফিট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি রাস্তা অতিক্রম করে কাশিমনগরে ঢুকে গেলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। পরিবর্তন হতেপারে কাশিমনগর মৌজার মানচিত্রের। তাই সময় থাকতে পদক্ষেপ নেওয়া উচিত।
#সৈয়দ আতাউর রহমান