দারুণ জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানো মাশরাফিদের আজ ওয়ানডে সিরিজ নিশ্চিত করার হাতছানি। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। রোববার এই মাঠেই প্রথম ওয়ানডে জিতেছিল টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজে মাশরাফির উপস্থিতিই আমুল বদলে দিয়েছে বাংলাদেশ দলকে। টেস্ট সিরিজের সীমাহীন ব্যর্থতা ঝেড়ে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে মাশরাফি শুধু চার উইকেট নেননি, সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলকে। তাতে অনুপ্রাণিত হয়ে ব্যাটিংয়ে তামিম-সাকিব-মুশফিকরাও মেলে ধরেন নিজেদের। তামিম ওয়ানডেতে দশম সেঞ্চুরি করে দেশের পক্ষে রের্কডটি নিয়ে গেছেন আরো উঁচুতে।
সাকিব নার্ভাস নাইনটিজে আউট হয়ে সেঞ্চুরি মিস করলেও খেলেন ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ দিকে মুশফিকের আক্রমনাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ চার উইকেট হারিয়ে পায় ২৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। এরপর, বোলিং-ফিল্ডিংয়ের দারুণ কম্বিনেশনে টাইগারদের জয়টা আসে ৪৮ রানে। আজ উইনিং কম্বিনেশন না ভেঙ্গেই খেলার পরিকল্পনা বাংলাদেশ টিম ম্যানেজন্টের।