বিনোদন ডেস্কঃ
বিশিষ্ট শিল্পপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। একজন প্রতিভাবান শিল্পীও তিনি। রোববার সন্ধ্যায় এই শিল্পীই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতার সুন্দরীদের মঞ্চে গাইলেন!
‘তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, কতো ভালোবাসি তোমায় জানো কি তা’ এমনই কথার একটি গান স্টেজে গেয়ে শোনান তিনি। হাততালিতে বেজে ওঠে হলরুম। মাহফুজুর রহমান বলেন, যারা ভালোবাসার মানুষকে মনের কথা বলতে পারছেন না তাদের জন্য আমার এ গান। এরপর আরো একটি গান শুরু করেন তিনি। যেটি ছিল প্রেমিকাকে খুশি করার জন্য। এই গানটির কথাগুলো ছিল এমন ‘ইচ্ছে করে দু’চোখ ভরে শুধু তোমাকে দেখতে।’
গান শেষে মাহফুজুর রহমান বলেন, আজ থেকে ১০ বছর আগে আমাকে গান গাওয়ার সাহস যুগিয়েছিলেন যিনি, তিনি হলেন শুভ্রদেব। এখন আমি শিল্পী হয়ে গেছি!
এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবি। গ্রান্ড ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রেজেন্ট করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। পাওয়ারেড বাই স্পন্সর প্রেমস কালেকশন এবং কো পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার। ব্রডকাস্টিং পার্টনার ছিলেন এটিএন বাংলা, টিভি নিউজ পার্টনার একাত্তর টিভি, অনলাইন নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম, এফএম পার্টনার জাগো এফএম ৯৪.৪ এবং হসপিটালিটি পার্টনার রয়্যাল প্যারাডাইস হোটেল।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করেছে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন ডিজে সনিকা ও আরজে নীরব।
এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।