মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

টানা ছয় ঘন্টার চেষ্টায় রাজধানীর পল্লবীতে ইলিয়াস মোল্লা বস্তির আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘর। দগ্ধ ও আহত বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, নাশকতা। অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি।

সোমবার সকালের আলো এমন অন্ধকার হবে মধ্যরাতেও তা বুঝে উঠতে পারেনি রাজধানী পল্লবীর ইলিয়াস মোল্লা বস্তির বাসিন্দারা। রবিবার রাত সাড়ে তিনটার দিকে লাগা আগুন চোখের পলকে কয়লা করে দেয় তাদের সংসার। কেড়ে নেয় দিন এনে দিন খাওয়া হতভাগ্যদের সহায় সম্বল। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি কোনো মহলের পরিকল্পিত ঘটনা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্তের আশ্বাসও দেন তিনি। বস্তির সরু গলি ও পানি স্বল্পতার কারনে আগুন নিয়ন্ত্রণে বেশ সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে। তাদের ২১টি ইউনিট সোমবার সকাল পৌনে আটটার দিকে আগুন নেভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *