ওষুধ প্রতিরোধী যক্ষ্মার বিরুদ্ধে এ বার লড়াইয়ে নামলেন ভারতীয় বিজ্ঞানীরা। তবে নতুন কোনও অ্যান্টিবায়োটিক তৈরি করে নয়, যক্ষ্মার জীবাণু মারতে বিজ্ঞানীরা বেছে নিয়েছেন ভারতীয় হেঁশেলের অতি পরিচিত উপাদান হলুদকে। হলুদে থাকা কারকুমিনের অতি সূক্ষ্ম কণা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা আক্রান্ত ইঁদুরের শরীরে ঢুকিয়ে বিজ্ঞানীরা সাফল্য পেয়েছেন বলে ফ্রন্টিয়ার্স জার্নালে প্রকাশের জন্য গৃহীত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে।
বিজ্ঞানীদের দাবি, কারকুমিনের সূক্ষ্ম কণা এক দিকে যেমন যক্ষ্মার জীবাণুকে পুরোপুরি কাবু করে ফেলে, তেমনই ভবিষ্যতে তা যাতে আর আক্রমণ করতে না পারে, শরীরের মধ্যে সেই প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে। পাশাপাশি,যক্ষ্মায় বিভিন্ন কোষে যে প্রদাহ (ফুলে গিয়ে জ্বালা) তৈরি হয়, কারকুমিন তা প্রতিহতও করে।ওই গবেষণাপত্র তৈরি করেছেন পাঁচটি গবেষণাগারের বিজ্ঞানীরা। এর মধ্যে চারটি এ দেশের (নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল সেন্টার ফর মলিকিউলার মেডিসিন এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ওডিশার কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োটেকনোলজি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ)। পঞ্চমটি আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি-মাইক্রোবায়োলজি বিভাগ। তারা এই গবেষণায় প্রযুক্তিগত সাহায্য করেছে।
গবেষণাপত্রের অন্যতম লেখক জওহরলাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী গোবর্ধন দাস জানালেন, ভারত-সহ বিভিন্ন দেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা মারাত্মক ভাবে ছড়াচ্ছে। যে সব যক্ষ্মা রোগী ওষুধ খেতে খেতে মাঝপথে ছেড়ে দেন,মূলত তাঁদের শরীরেই এই যক্ষ্মা বাসা বাঁধে। ২০১৫ সালের হিসেব অনুযায়ী, ভারতবর্ষে ২২ লক্ষ যক্ষ্মা রোগীর মধ্যে ৭ লক্ষই ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় ভুগছেন।
গোবর্ধনবাবু জানান, এক দিকে যেমন নতুন নতুন অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে। তার সঙ্গে তাল রেখে জীবাণুরাও নিজেদের চরিত্র বদলাচ্ছে। ফলে নতুন ওষুধ কাজ করছে না। এখন যক্ষ্মা নিরাময়ে যে ওষুধটি ব্যবহার করা হয় তার বিষক্রিয়াও লক্ষ করা যাচ্ছে। ‘সেই নিরিখে আমাদের এই গবেষণা বিশেষ গুরুত্বপূর্ণ। হলুদ থেকে নেওয়া কারকুমিনের ন্যানো কণা ওষুধ প্রতিরোধী ইঁদুরের মধ্যে প্রয়োগ করে দেখেছি, তাতে অতি অল্প দিনেই যক্ষ্মার জীবাণু ধ্বংস হচ্ছে’, দাবি গোবর্ধনবাবুর।